Print
প্রচ্ছদ » অর্থনীতি

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ

ঢাকা, ০৬ ডিসেম্বর ২০১৭:

অনিয়ম, দুর্নীতির অভিযোগে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেয়ান মুজিবর রহমানকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানির আইনের ৪৬ ধারায় আইন লঙ্ঘন ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় বাংলাদেশ ব্যাংক এমডিকে অপসারণ করেছে।

বুধবার এ সংক্রান্ত এক চিঠি এনআরবি কমার্শিয়াল ব্যাংকে পাঠানো হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

অপসারণের কারণ হিসেবে চিঠিতে বলা হয়েছে, পর্ষদ সদস্যদের অনৈতিকভাবে সুবিধা প্রদানের প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও ঋণ বিতরণে অনিয়ম করেছে। আর এসব কারণে এমডিকে অপসারণ করা হয়েছে। আগামী দুই বছর দেওয়ান মুজিবর রহমান কোনো আর্থিক কমর্কাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না বলেও চিঠিতে বলা হয়েছে।