Print
প্রচ্ছদ » অর্থনীতি

৫দিন প্রাইম ব্যাংক থেকে টাকা তোলা যাবে না

ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০১৭:

আইটি সিস্টেম আপডেট এবং সর্বোচ্চ নিরপাত্তা নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তি স্থাপনে কাজ করবে দেশে ব্যাংকিং ব্যবসার সাথে সম্পৃক্ত প্রাইম ব্যাংক। তাই বৃহষ্পতিবার রাত ৮টা থেকে আগামী ৫ কার্যদিবস প্রাইম ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় গ্রাহক ব্যাংকে কোন প্রকার লেনদেন করতে পারবেন না।

প্রাইম ব্যাংক জানায়, আগামী ২৮ সেপ্টেম্বর বৃহষ্পতিবার রাত ৮টা থেকে ৩ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাসমূহে সকল ব্যাংকিং কার্যক্রম (নগদ লেনদেন, এটিএম, ডেবিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং সহ অন্যান্য সেবা) বন্ধ থাকবে।

তবে, আগামী ৪ অক্টোবর থেকে ব্যাংকিং কার্যক্রম যথানিয়মে চলবে।

শেয়ারনিউজ/