Print
প্রচ্ছদ » অর্থনীতি

এমটিবি ব্যাংক ও এসইএলের সঙ্গে চুক্তি

ঢাকা, ০৩ এপ্রিল ২০১৭ :

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এমটিবি এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারস লিমিটেড- এসইএলের মধ্যে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে এসইএলের গ্রাহকরা এমটিবি হোম লোনের ওপর সুবিধা উপভোগ করতে পারবেন। সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসইএলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল আওয়াল এবং এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এসইএল হেড অব মার্কেটিং অ্যান্ড ফাইন্যান্স মো. শাহজাহান মিয়া, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার একেএম শফিউদ্দিন (শাহীন), এমটিবির হেড অব এসএমই ও রিটেল ব্যাংকিং তারেক রিয়াজ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ারনিউজ/ডেস্ক/কে.আর