Print
প্রচ্ছদ » শেয়ারবাজার

ঢাকা, ০৭ ডিসেম্বর ২০১৭:

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ফু-ওয়াং ফুড লিমিটেডের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আজ থিউরিটিক্যাল অ্যাডজাষ্টমেন্ট হয়েছে। থিউরিটিক্যাল অ্যাডজাষ্টমেন্টের পর কোম্পানিটির শেয়ার ওপেন প্রাইজের নিচে লেনদেন হয়েছে। এতে করে ডিভিডেন্ড প্রদানের পরেও বিনিয়োগকারীদের লোকসান হয়েছে।

জানা যায়, ফুওয়াং ফুড ৩০ জুন,২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার বৃদ্ধির ফলে থিউরিটিক্যাল অ্যাডজাষ্টমেন্ট এর মাধ্যমে আজ কোম্পানিটির শেয়ারের অ্যাডজাষ্টটেড ওপেন প্রাইস হয়েছে ২১.৬০ টাকা। তবে দিনশেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২১.৫০ টাকা। এ‌ক্ষে‌ত্রে বোনাস শেয়ার গ্রহীতাদের শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ০.১০ টাকা।

শেয়ারনিউজ/