Print
প্রচ্ছদ » শেয়ারবাজার

টার্নওভারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০১৭:

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টার্নওভার তালিকার শীর্ষে উঠেছে আর্থিক খাতের লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। গত কয়েক দিন ঘরে এ কোম্পানির শেয়ার লেনদেনের শীর্ষে অবস্থান করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ দিন কোম্পানিটির মোট ৬৮ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৬৪.৫০ টাকায় লেনদেন শুরু করে দিন শেষে একই স্থানে অবস্থান করছে।

৪১ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার টাকার লেনদেন হলে দ্বিতীয় স্থানে উঠে আসে ব্যাংকিং খাতের আল আরাফাহ ইসলামী ব্যাংক আর সিটি ব্যাংক ৩৮ কোটি ৯ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হলে তৃতীয় স্থানে উঠে আসে।

এছাড়া ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩৫ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ২৭ কোটি ৩৩ লাখ ২ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ২৫ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২৫ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকার, জিপির ২৪ কোটি ৫৬ লাখ ৭৭ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ২৩ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ২১ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডেও ২১ কোটি ৪৪ লাখ ৬২ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ২০ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ১৯ কোটি ৫৩ লাখ ৫৮ হাজার টাকার, ফাস ফাইন্যান্সের ১৮ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার টাকার, এবি ব্যাংকের ১৮ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৭ কোটি ৫৬ লাখ ২৫ হাজার টাকার, সামিট পাওয়ারের ১৬ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার টাকার, লাফার্জ সুরমার ১৩ কোটি ২৩ লাখ ৮৩ হাজার টাকার, শাহজালাল ইসলামী ব্যাংকের ১২ কোটি ৮৭ লাখ ৭৫ হাজার টাকার এবং পূবালী ব্যাংকের ১২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ/