Print
প্রচ্ছদ » শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে রূপালী ব্যাংক

ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০১৭:

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাংশ হিসেবে সবচেয়ে বেশি লেনদন হয়েছে ব্যাংকিং খাতের রূপালী ব্যাংকের। এসময় কোম্পানিটি বিক্রেতা সংকটে হল্টেডও হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ দিন ব্যাংকটির শেয়ার দর ৪৯.৭ টাকা থেকে বেড়ে ৫৪.৬ টাকায় এসে দাড়িয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪.৯০ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়ে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় স্থান পাওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু সিরামিকের ৮.১৪ শতাংশ, বিজিআইসির ৭.৪৬ শতাংশ, প্রভাতি ইন্স্যুরেন্সের ৬.৯১ শতাংশ, স্টান্ডার্ড সিরামিকের ৬.৬১ শতাংশ, পূবালী ব্যাংকের ৫.১৬ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৫.১৩ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪.৮৩ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৪.৬০ শতাংশ এবং ফাস ফাইন্যান্সের ৪.৪৭ শতাংশ দর বেড়েছে।

শেয়ারনিউজ/