Print
প্রচ্ছদ » শেয়ারবাজার

‘জ্ঞানভিত্তিক বিনিয়োগে পুঁজিবাজারে মুনাফা করা সম্ভব’ঢাকা, ১২ আগস্ট ২০১৭:

জাতীয় অর্থনীতিতে পুঁজিবাজারের অবদান বাড়াতে এ সম্পর্কে সঠিক জ্ঞানের বিকল্প নেই। কোম্পানির আর্থিক প্রতিবেদন, ব্যবস্থাপনা পর্ষদ ও বিগত কয়েক বছরের লভ্যাংশের ইতিহাস দেখে বিনিয়োগ করলে পুঁজিবাজার থেকে ভালো মুনাফা করা সম্ভব। সারাদেশে সাধারণ মানুষের মাঝে বিনিয়োগ শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে গ্লোব সিকিউরিটিজ আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনের সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আজিজুর রহমান এসব কথা বলেন। প্রতিষ্ঠানটির এক্সটেনশন কার্যালয় পল্টনের সুরমা টাওয়ারে এই বিনিয়োগ শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক ফায়জুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার বনি ইয়ামিন ও ম্যানেজার মো: ইব্রাহীম ইকবাল। দিনব্যাপী প্রশিক্ষণ দেন গবেষণা প্রতিষ্ঠান ফিন্টিল্যাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামনুন বিন জাফর। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


আজিজুর রহমান বলেন, আমাদের জাতীয় অর্থনীতিতে পুঁজিবাজার অনেক বড় ভূমিকা রাখতে পারে। এজন্য প্রয়োজন এ বিষয়ে সঠিক জ্ঞান চর্চা। পুঁজিবাজার সম্পর্কে ভালো করে জানাশোনা থাকলে এবং কোম্পানির আর্থিক প্রতিবেদন, ব্যবস্থাপনা পর্ষদ ও বিগত কয়েক বছরের লভ্যাংশের ইতিহাস দেখে বিনিয়োগ করলে পুঁজিবাজার থেকে ভালো মুনাফা করা সম্ভব।


শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু প্রতিষ্ঠানের শিক্ষাই যথার্থ নয়, আরও বেশি শিখতে হবে। এজন্য জ্ঞানের বিবিধ শাখায় বিচরণ করতে হবে। আগামী দিনে যারা দেশের অর্থনীতি তথা দেশকে নেতৃত্ব দিবে, তাদের সবার জন্য বিনিয়োগ শিক্ষা কার্যক্রম প্রয়োজন বলে মনে করেন তিনি।

শেয়ারনিউজ/এআর