Print
প্রচ্ছদ » শেয়ারবাজার

বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় ৭ কোম্পানি

ঢাকা, ১১ আগস্ট ২০১৭:

সপ্তাহের ব্যবধানে বাজার মূলধনের রেকর্ড গড়েছে দেশের প্রধান পুঁজিবাজার। যদিও এসময় বাজারের সিংহভাগ কোম্পানির দর পতন হয়েছে। কিন্তু সপ্তাহের ব্যবধানে বাজারের ৭ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশের অধিক। এ কোম্পানিগুলোকে ঘিরেই বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ ছিল লক্ষনীয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২৯.৮৯ শতাংশ দর বেড়েছে বিবিএস ক্যাবলসের।সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির কোম্পানিটির সমাপনী বাজার দর ছিল ১০৯.৫০ টাকা। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড়ে ৩৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

রূপালী ব্যাংকের দর বেড়েছে ১৭.৯১ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির সমাপনী দর ছিল ৫৮.৬০ টাকা।

১৭.১৫ শতাংশ দর বেড়ে বিনিয়োগকারীদের আগ্রহের তৃতীয় অবস্থানে ছিল কে অ্যান্ড কিউ। এ কোম্পানিটির সমাপনী বাজার দর ছিল ৯২.৯০ টাকা।

১০ শতাংশের অধিক দর বাড়া অন্যান্য কোম্পানিগুলো হলো- মুন্নু স্টেফলার্স, উত্তরা ফাইন্যান্স, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড ও স্টার্ন্ডাড ইন্স্যুরেন্স।

শেয়ারনিউজ/ডেস্ক/কে.আর