Print
প্রচ্ছদ » শেয়ারবাজার

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হলেন সাহিদ রেজা

ঢাকা, ১৭ জুলাই ২০১৭:

পুঁজিবাজারের ব্যাংকিং খাতের তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে শিল্পপতি এ.কে.এম. সাহিদ রেজা। সোমবার ব্যাংকটির ৩০৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, সাহিদ রেজা রপ্তানিমুখী পোষাক শিল্প ও বস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রেজা গ্রুপের চেয়ারম্যান। এছাড়া তিনি বীমা, আর্থিক সেবা, সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়াসহ বহুবিধ ব্যবসা ও শিল্পের সঙ্গে জড়িত।

সাহিদ রেজা ফেনী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি, এফবিসিসিআই এর নির্বাচিত পরিচালক এবং সিআইপি।

শেয়ারনিউজ/