Print
প্রচ্ছদ » শেয়ারবাজার

খুরশিদ সিকিউরিটিজের মালিকানা পরিবর্তন: তথ্য হালনাগাদে বিনিয়োগকারীদের অনুরোধ

ঢাকা, ১৭ জুলাই ২০১৭:

মালিকানা পরিবর্তন হচ্ছে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত খুরশিদ ‍সিকিউরিটিজ (ডিএসই ট্রেড#৭৪) লিমিটেড। হাউজটি নতুন নাম হবে ব্লুচিপ সিকিউরিটজ লিমিটেড। এর জন্য বিনিয়োগকারীদের তাদের বিও হিসাবের তথ্য হালনাগাদ করতে আহ্বান করেছে হাউজটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, খুরশিদ ‍সিকিউরিটিজ তাদের সব শেয়ার ব্লুচিপ সিকিউরিটজে স্থানান্তর করেছে। এজন্য হাউজের সকল বিনিয়োগকারীদের তাদের পোর্টফলিও; লেজার হিসাব ইত্যাদি নবায়ন করতে আহ্বান করেছে খুরশেদ ‍সিকিউরিটিজ।

আর এ জন্য বিনিয়োগকারীদের খুরশিদ সিকিউরিটিজ লিমিটেড, মধুমুতি বিল্ডিং (৬ষ্ঠ ফ্লোর) ১৬০, মতিঝিল, সিএ ঢাকায় অফিস সময় যোগাযোগ করতে বলা হয়েছে।

শেয়ারনিউজ/ডেস্ক/কে.আর